চট্টগ্রামের পূর্ব জাহানপুর হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিউজ এডিটর প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
চট্টগ্রামের পূর্ব জাহানপুর হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরের হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে নালার পাশ থেকে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার করে।

নিহত যুবকের নাম হাসিব বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এক বাসিন্দা জানায়, হাত পা বাঁধা ছিলো তখন ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে মরদেহটি নালায় ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা নাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি বুঝে নিচ্ছে।

পুলিশ সূত্র জানায়, নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Host DSF