
খান মাঈনুদ্দিনঃ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার কামালের বিরুদ্ধে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ফ্ল্যাট বরাদ্দের জন্য তিনি কমপক্ষে ১ লাখ টাকা করে দাবি করেন।
এক ভুক্তভোগী নারী অভিযোগ করে জানান, তাকে ফ্ল্যাটের আশ্বাস দিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি ফ্ল্যাট পাননি, বরং বারবার টাকা চাইলেও ফেরত দেওয়া হচ্ছে না, কণ্ঠরুদ্ধ কান্নায় তিনি বলেন, টাকা গুলো প্লাট পাওয়ার আশায় কিস্তি নিয়ে দিয়েছি।
ভুক্তভোগী নারী আক্ষেপ করে বলেন,“আমার সব স্বপ্নভঙ্গ হয়েছে, এখন শুধু আমার টাকা ফেরত চাই। ফ্ল্যাটও পেলাম না, টাকাও ফেরত পাচ্ছি না।”
এই ঘটনা শুধু একজনের নয়, বরং আরও অনেকের কাছ থেকেই একই পদ্ধতিতে টাকা নেয়া হয়েছে বলে জানা যায়। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না—আশঙ্কা, প্রকাশ করলে বিভিন্ন হয়রানির শিকার হতে পারে।
স্থানীয়রা জানান, কাউন্সিলর আক্তার কামাল আওয়ামী লীগ আমলে দলের ছত্রচ্ছায়ায় সুবিধা নিয়েছিলেন। ভোটের সময় আওয়ামীলীগ নেতার জন্য খোলা মাঠে ভোট ও চেয়েছেন।
এ নিয়ে এলাকার সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কক্সবাজার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। একইসাথে, এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা।





















আপনার মতামত লিখুন :