
সাকিব হাসান (কুমারখালী), কুষ্টিয়া: যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শুরু হয়েছে যদুবয়রা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় উপজেলার যদুবয়রা হাই স্কুল মাঠের সবুজ চত্বরে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ইউনিয়নের চারটি শক্তিশালী ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জার্নালিস্ট ক্রিকেট একাদশ ও টিম দিশারি। খেলা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই এবং নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম দিশারি। তবে জার্নালিস্ট ক্রিকেট একাদশের নিয়ন্ত্রিত ও দুর্দান্ত বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি দলটি। নির্ধারিত ওভারের আগেই ১২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে টিম দিশারি সংগ্রহ করে মাত্র ৮৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী খেলায় জার্নালিস্ট ক্রিকেট একাদশ ৭ ওভার ১ বলেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং সহজ জয় নিশ্চিত করে। দলের ব্যাটসম্যানদের সাবলীল ব্যাটিং ও বোলারদের দাপুটে পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যদুবয়রা ডিএম ক্লাবের সভাপতি আবদুল জলিল কিশোর। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের শৃঙ্খলা ও খেলাধুলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, যদুবয়রা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের দিকে আগ্রহী করে তুলবে।





















আপনার মতামত লিখুন :