দাকোপে লোকজ-এর প্রকল্প প্রারম্ভ সভা


নিউজ এডিটর প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন /
দাকোপে লোকজ-এর প্রকল্প প্রারম্ভ সভা

মোঃ শামীম হোসেন – খুলনাঃ উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দাকোপ উপজেলায় ‘কৃষকের নেতৃত্বে জীবিকা উন্নয়ন প্রকল্প’ -এর নতুন পর্যায়ের যাত্রা শুরু হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৬, বুধবার সকালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক প্রকল্প প্রারম্ভ সভার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় কৃষিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় কৃষকদের সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত জরুরি। এই প্রকল্পটি দাকোপের প্রান্তিক চাষিদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দাকোপে লোকজ-এর প্রকল্প প্রারম্ভ সভা

সভার সভাপতিত্ব করেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। তিনি জানান, ২০১১ সাল থেকে বটিয়াঘাটায় সফলভাবে পরিচালিত এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন দাকোপের কামারখোলা, দাকোপ ও কৌলাশগঞ্জ ইউনিয়নে এর কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি, লোনা পানি সহিষ্ণু ফসল চাষ ও বাজারজাতকরল ও ধান বীজ সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। উক্ত সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার বঙ্কিম কুমার হালদার, সমাজসেবা অসিফার প্রজিত রায়, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, দাকোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, একতা কৃষক সংগঠনের সভাপতি প্রলয় মজুমদার, মধ্য দাকোপ কৃষক সংগঠনের সভাপতি রীতা রপ্তান, টেংরারচর কৃষক সংগঠনের সভাপতি হরিপদ চক্রবর্তী, সাহেবের কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেন রায়, আসুস-এর নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধা, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য গাজী ফয়সাল আলম, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ। বক্তারা উপকূলীয় এলাকার কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে এই ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

Host DSF