সিলেটের ফেঞ্চুগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন


নিউজ এডিটর প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন /
সিলেটের ফেঞ্চুগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মনিপুর চা বাগানে চারদনব্যাপি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট (২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সিলেট ৩ আসনে বিএনপি’র এমপি পার্থী এম এ মালিকের সহধর্মিণী দিলারা মালিকের অর্থায়নে ও মনিপুর গুডলাক একাদশের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় খেলার উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজা।

উদ্বোধনী খেলায় ১ম রাউন্ডে অংশ নেন শতরুপা একাদশ বনাম রাজন একাদশ। উদ্বোধনী ম্যাচে মিনি ফুটবল দল শতরুপা একাদশ’কে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেন জনিয়র মিনি ফুটবল দল রাজন একাদশ।

মনিপুর চা বাগানের নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রশংসা করে উদ্বোধক সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজা বলেন- যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার অবদান অপরিশীম।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শামসুদ্দিন আহমেদ, আবুল কাসিম, শাহীন খান, মো আবু জাহের, লেদু মিয়া, নারায়ণ নাইডু।

আরো উপস্থিত ছিলেন- আবদুল মনাফ, শামল রায়, শান্থ মির্ধা, তাপস চন্দ্র কর্মকার, দিপু চন্দ্র কর্মকার, সতুক গোয়ালা, মিকু মির্ধা, পলাশ কর্মকার- প্রমূখ।

আয়োজকরা জানান- চ্যাম্পিয়ন দল’কে ১০ হাজার টাকা নগদ ও রানার্সআপ দল’কে ৫ হাজার টাকা নগদ পুরুষ্কার দেওয়া হবে।

শীতের তীব্রতার মধ্যে মাঠে টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা দর্শকদের বিমোহীত করে।

Host DSF