ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা


নিউজ এডিটর প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা

মোঃ শামীম হোসেন- খুলনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা ০৭ জানুয়ারি (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা: আলমগীর হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। গণভোট হবে চারটি বিষয়ের ওপর : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে।

 

তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানান।খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: লিয়াকত আলী শেখ।

 

সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) দীপংকর দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

Host DSF