ডেইলি স্টার প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন


নিউজ এডিটর প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন /
ডেইলি স্টার প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: ডেইলি স্টার,প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আব্দুল আলীম জনকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম তাহিরপুর উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ তাহিরপুর উপজেলা প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।

Host DSF