শোয়েব হোসেনের নেতৃত্বে বিপ্লবী শিল্পীদের মহা আয়োজন


নিউজ এডিটর প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১:২৬ অপরাহ্ন /
শোয়েব হোসেনের নেতৃত্বে বিপ্লবী শিল্পীদের মহা আয়োজন

এস হোসেন মোল্লাঃ বিপ্লবী শিল্পী সমাজের উদ্যোগে ১৬ই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান “দূর্গম গিরি কান্তার মরু”। এই অনুষ্ঠানে বিপ্লবী শিল্পীরা স্বাধীনতা অর্জনের আনন্দ, স্বজন হারানোর বেদনা, উত্তেজনা, সাহসিকতা ও ভালোবাসার মিশ্রিত সুরে পরিবেশন করেন।

আহ্বায়ক শোয়েব হোসেনের নেতৃত্বে সফল অনুষ্ঠানঃ

বিপ্লবী শিল্পীদের কালজয়ী আহ্বায়ক শোয়েব হোসেনের নেতৃত্বে এবং প্রাণবন্ত ও সাহসী সহযোদ্ধা সদস্য সচিব বিপ্লব চৌধুরীর প্রশংসনীয় অবদান ও অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরূপ এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

দেশপ্রেমের সুরে মুখরিতঃ

আহ্বায়ক শোয়েব হোসেন বলেন, “আমাদের এই আয়োজন দেশপ্রেমের সুরে মুখরিত করেছে। আমরা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা অর্জনের গুরুত্ব পৌঁছে দিতে পেরেছি।”

সদস্য সচিব বিপ্লব চৌধুরীর বক্তব্যঃ

সদস্য সচিব বিপ্লব চৌধুরী বলেন, “আমাদের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।”

বিপ্লবী শিল্পী সমাজের শ্লোগানঃ

” সংস্কৃতির শক্তিতে জাগ্রত হোক মুক্তিযুদ্ধের চেতনা “

Host DSF