সুন্দরবনে জাহাজ দুর্ঘটনা: ২ চীনা নাগরিকসহ ৪৪ পর্যটক উদ্ধার


নিউজ এডিটর প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন /
সুন্দরবনে জাহাজ দুর্ঘটনা: ২ চীনা নাগরিকসহ ৪৪ পর্যটক উদ্ধার

মোঃ শামীম হোসেন- খুলনা: সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার কবলে পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে ২ জন চীনা নাগরিকসহ ৪৪ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ প্রচেষ্টায় রোববার বিকেলের মধ্যে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। সিয়াম-উল-হক বলেন, গত ১ জানুয়ারি ‘পাইরেটস অব সুন্দরবন’ নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। জাহাজে থাকা একজন পর্যটক তাৎক্ষণিকভাবে ঘটনাটি কোস্ট গার্ডকে অবহিত করেন।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের মোংলা ও হারবারিয়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ড সেখান থেকে ২৪ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে মোংলায় নিয়ে আসে। অন্যদিকে নৌ-পুলিশ বাকি ২০ জন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে পর্যটকরা মোংলায় নিরাপদ আশ্রয়ে আছেন।

Host DSF