লামার বনপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ


নিউজ এডিটর প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন /
লামার বনপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

মুহাম্মদ এমরান লামা-বান্দরবানঃ লামা উপজেলায় বন বিভাগের বিশেষ টহল দল লামা সদর রেঞ্জের ইয়াংছা বন ক্যাম্প এবং আলীকদম সেনা জোনের ইয়াংছা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় উপজেলার বনপুর বড় পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেগুন গোল কাঠ ৪৩ টুকরা, যার পরিমাণ প্রায় ৪০ ঘনফুট এবং সেগুন বল্লী ৫০টি, মোট আনুমানিক ৫০০ লম্বা ফুট কাঠ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত কাঠ ইয়াংছা বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Host DSF