
আমির হোসেন,স্টাফ রিপোর্টারঃ অফিসার অব দ্য মান্থ ২০২৫ নির্বাচিত হলেন ইউএনও মেহেদী হাসান মানিক
সুনামগঞ্জের তাহিরপুরে কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক অফিসার অব দ্য মান্থ ২০২৫’নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জানা যায়, প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবাকে জনবান্ধব করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মেহেদী হাসান মানিককে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়ে। মেহেদী হাসান মানিক তাঁর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছেন।
পুরস্কার গ্রহণকালে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। এ অর্জন তাহিরপুর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও জনগণের সহযোগিতার ফল।
উল্লেখ্য অফিসার অব দ্য মান্থ পুরস্কারের মাধ্যমে জেলার সেরা প্রশাসনিক কর্মকর্তাদের উৎসাহিত করা হয়, যা সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।





















আপনার মতামত লিখুন :