
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে পেশাজীবী সাংবাদিকদের ঐক্য ও অধিকার সংরক্ষণে নতুন প্রত্যয়ে গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর হাবিবুল্লাহ স্মরণী এলাকার ইকবাল কুটিরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে আব্দুর রশিদকে কার্যকরী সভাপতি এবং মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সুব্রত চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন, দপ্তর সম্পাদক হয়েছেন আক্তার হোসাইন এবং প্রচার সম্পাদক করা হয়েছে রফিকুল ইসলাম রুবেলকে।
সভায় বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এই সংগঠন আরও সক্রিয় ভূমিকা রাখবে। নবগঠিত কমিটি গাজীপুর জেলার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশাগত বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ জানান, শিগগিরই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।





















আপনার মতামত লিখুন :