রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড


নিউজ এডিটর প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন /
রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোঃ শামীম হোসেন – খুলনাঃ গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Host DSF