
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।
সোমবার ( ১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন ও ১নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত চিলেন।
আনিসুল হক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুধু বিএনপি পরিবার নয়, দেশপ্রেমে বিশ্বাসী সকল মানুষ—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওরের উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি।।
আপনার মতামত লিখুন :