মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তার হয়েছে। ২৮ডিসেম্বর বিকেলে মধ্যনগর উপজেলা সদরে পুলিশের অভিযানে ডাকঘর পিছন হইতে দেবাশীষ তালুকদার দিপু(৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ।মামলা নং-০৬(মধ্য)২৭/১১/২৪ ধারা-15(3)/25D The Special Powers Act,1974। ধৃত দেবাশীষ তালুকদার দিপু চামরদানী ইউনিয়নে বিষাড়া গ্রামের মৃত গণেশ চন্দ্র তালুকদারের পুত্র।এবং মধ্যনগর উপজেলার আওয়ামীলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন। এবং জানান ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তার হয়েছে। ২৮ডিসেম্বর বিকেলে মধ্যনগর উপজেলা সদরে পুলিশের অভিযানে ডাকঘর পিছন হইতে দেবাশীষ তালুকদার দিপু(৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ।মামলা নং-০৬(মধ্য)২৭/১১/২৪ ধারা-15(3)/25D The Special Powers Act,1974।
আপনার মতামত লিখুন :